মালদা

এক গৃহবধূর মৃত্যু, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ

এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণবনগর থানার সবদলপুর গ্রামে। পরিবার সূত্রে খবর বৈষ্ণবনগর থানার অন্তর্গত সবদলপুর গ্রামের বাসিন্দা বাসন্তী সিংহের মেয়ে পিঙ্কি সিংহের সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে হয় ওই গ্রামেরই বাসিন্দা রঞ্জিত সিংহ নামে এক যুবকের সে পেশায় কসাই, বাজারে খাসি কেটে বিক্রি করে। পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই পিঙ্কিকে মারধর ও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য অত্যাচার করত পিঙ্কির শ্বশুর বাড়ির লোকেরা। রঞ্জিত প্রায় দিন জুয়া খেলে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পিঙ্কিকে মারধর করত। শুক্রবার রঞ্জিত আবার পিঙ্কিকে মারধর করে। তারপরে এদিন বিষ খেয়ে আত্মহত্যা করে পিঙ্কি। কিন্তু পিঙ্কির পরিবারের অভিযোগ পিঙ্কিকে পিটিয়ে খুন করেছে রঞ্জিত ও তার পরিবারের লোকেরা, এদিন পিঙ্কির মা তার মেয়েকে মারধর করার খবর পেয়ে তার মেয়ের শ্বশুর বাড়ি গেলে সেখানে তার মেয়েকে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখে। তারপর তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃতার পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় পিঙ্কির স্বামী রঞ্জিত সিংহ, শ্বশুর জগদীশ সিংহ, শাশুড়ি অনিতা সিংহ ও দেওয়র সনৎ সিংহ মোট চার জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। শনিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।